Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলার আবেদন:

মামলার আবেদন ফরম নমুনা:

গ্রাম আদালতে মামলা করণে আবেদন ফর্ম

বরাবর

চেয়ারম্যান

০৬ নং তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ

তালা, সাতক্ষীরা।

 

আবেদনের তারিখ :

 

বিষয় :

 

ক. অভিযোগকারীর নাম, পিতার নাম ও ঠিকানা:

 

 

 

 

খ. বিবাদীর নাম, পিতার নাম ও ঠিকানা:

 

 

 

গ. স্বাক্ষীগনের নাম,  পিতার নাম ও ঠিকানা:

 

 

 

 

ঘ. ঘটনার স্থান ও সময়:

 

 

 

ঙ. সংক্ষেপে মামলার বর্ণনা ও তাহার নায্য দাবী এবং প্রার্থীর প্রতিকার:

 

 

 

 

নিবেদক

 

আবেদনকারীর স্বাক্ষর

মোবাইল (যদি থাকে)

বরাবর

চেয়ারম্যান

০৬ নং তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ৷

তালা, সাতক্ষীরা৷

বিষঃ    শ্যালক, শশুর, শাশুড়ি, মামা শ্বশুর ও নানা শ্বশুড় আমার স্ত্রীকে বাড়ীতে আটক রেখে আমাকে ডেকে নিয়ে মারধর করে ফোলা জখম করায় ব্যাবস্থা গ্রহন প্রসঙ্গে৷

বাদীঃ                         বিবাদীঃ                               স্বাক্ষীঃ

মোঃ কলিম উদ্দীন সরদার(৩০)             ১৷ ডালিম গাজী(২০)              ১৷ শারমিন সুলতানা(২৩)

পিতা- মৃত. এলাহি বক্স সরদার             পিতা- শহিদুল গাজী               স্বামী- কলিম উদ্দীন সরদার

গ্রামঃ মুড়াকলিয়া, পোঃ শুকদেবপুর                  ২৷ শহিদুল গাজী(৪৮)             ২৷ ফুলমিয়া সরদার(৪২)

উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা৷        পিতা- মৃত. জনাব আলী  গাজী   পিতা- মৃত. আকছেদ সরদার

৩৷ রাশিদা বেগম(৪০)             ৩৷ আবু মুছা সরদার(২৮)

স্বামী- শহিদুল গাজী                পিতা- আলী বক্স সরদার

সর্বmvs- NvMovNvU MvRxcvov,    4| Avn¤§` mi`vi(52)

পোঃ গুমনতলী,                     পিতা- মৃত. ছবেদ সরদার

ইউনিয়নঃ ০৮নং ঈশ্বরীপুর         ৫৷ আয়ূব সরদার(৪৬)

উপজেলাঃ শ্যামনগর,              পিতা- মৃত. ইবাদুল সরদার

জেলাঃ সাতক্ষীরা৷                  ৬৷ চায়না বেগম(৩২)

৪৷ মিজানুর রহমান সরদার(৩৩)  স্বামী- লিয়াকত সরদার

                                                ৫৷ আজবাহার সরদার(৩০)        সর্বmvs- gyovKwjqv, Zvjv                                                         সর্বwcZv- iwng e· mi`vi       mvZÿxiv|

                                                ৬৷ রহিম বক্স সরদার               ৭৷ হাফিজুর রহমান গাজী(৩১)

                                                পিতা- অজ্ঞাত৷                     পিতা- আজাদ গাজী                                                     সর্বmvs- gywÝMÄ,                            8| wgwj †eMg(28)

শ্যামনগর, সাতক্ষীরা               স্বামী- হাফিজুর রহমান গাজী

ও আরো অনেকে৷                  সর্বmvs- NvMovNvU MvRxcvov, †পাঃ গুমনতলী

উপজেলাঃ শ্যামনগর,

জেলাঃ সাতক্ষীরা         

                                                                                      ও আরো অনেকে৷

জনাব,

দরখাস্তে বাদীপক্ষের নালিশের বিবরণ এই যে, ১নং স্বাক্ষীর সহিত গত ইং- ০১/০৩/২০১৩ তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়৷ বিবাহের পর থেকে আমার স্ত্রী ১নং স্বাক্ষী রূপান্তর এনজিও ওয়ার্ডc্রমোটর হিসাবে নিজ বাড়ীতে(পিত্রালয়ে) কর্মiZ wQ‡jb| Gici RvMiYx Pµ dvD‡Ûkb Gi ev¯Íevq‡b Sরে পড়া শিশুদের শিক্ষা প্রদাণের জন্য ঘাগড়াঘাট গাজী পাড়া শিশু শিক্ষা স্কুলে শিক্ষিকা হিসাবে কর্মiZ _াকেন৷ এক্ষণে আমার স্ত্রী পিত্রালয়ে থাকার কারণে আমিও শ্বশুর বাড়ীতে প্রায়ই যাতায়াত করিতে থাকি৷ সেই সুবাদে বিবাদীগং অত্যন্ত দুর্ধl©, Ab¨vqKvix, mš¿vmx, AvBb Agvb¨Kvix, mgv‡R wek„•Ljv m„wóKvix, mgvR wবরোধী ও লোভী ব্যক্তিগং সম্পূর্নAb¨vqfv‡e Avgvi KvQ †_‡K grm¨ Pv‡li K_v ewjqv wewfbœ mg‡q ¯বাক্ষীগণের সম্মূখে নগদ ১,৭৫,০০০/-(এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা গ্রহণ করেন৷ যাহা লভ্যাংশসহ মত্স্য চাষের মৌসুম শেষে ফেরত্ দিবেন মর্মAw½Kvi K‡ib| BwZg‡a¨ Avwg ‡m‡Þ¤^iÕ 2013 Zvwi‡L `~iv‡ivM¨ েe্যাধিতে আক্রান্ত হইয়া বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হইয়া আমার সর্ব¯^ NywP‡q †dwj| hvnvi cÖgvYvw` Aামি বিঞ্জ আদালতে প্রমাণ করিতে পারিব৷ অদ্যাবধি আমি চিকিত্সাধীন রহিয়াছি৷ এমতাবস্থায় ১নং স্বাক্ষী আমার স্ত্রী আমার পাওনা টাকা ফেরত আনিবেন মর্ম†Kvievbx C` Dcj‡ÿ¨ MZ Bs- 05/10/2014 Zvwi‡L েwপত্রালয়ে যান৷ পিত্রালয়ে গিয়া আমাকে ও ঈদ উপলক্ষ্যে যেতে বলেন, কিন্তু আমি অসুস্থ্য থাকায় ৫নং স্বাক্ষীর ইঞ্জিনভ্যান যোগে ২, ৩, ৪ ও ৬নং স্বাক্ষীদের সহযোগিতায় ১, ২ ও ৩নং বিবাদীর বাড়ীতে পৌছায়৷ অত:পর গত ইং-০৭/১০/২০১৪ তারিখে রাত্র অনুমান ১০:০০ঘটিকায় ৪, ৫, ৬নং বিবাদী এসে আমাদের উপর চড়াও হয়ে আমাকে বেদম মারপিট করিয়া ফোলা জখম করেন৷ আমার স্ত্রী ১নং স্বাক্ষীসহ ২, ৩, ৪, ৫ ও ৬নং স্বাক্ষীগং ডাকচিত্কার করিলে ৭ ও ৮নং স্বাক্ষী উপস্থিত হইয়া আমাকে বিবাদীদের হাত হইতে উদ্ধার করিয়া স্থানীয় ডাক্তার দেখান৷ অত:পর বিবাদীগং দা- লাঠি, শাবল এবং বিভিন্ন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমাকে মারপিট করিবে বলিয়া খুজতে থাকেন৷ বিবাদীগং আমার স্ত্রী ও অন্যান্য সকল স্বাক্ষীদের কে বেধম মারপিট করিয়া আমার সন্ধান পেয়ে আমাকে স্বাক্ষীদের হাত হইতে ছিনিয়া লইয়া আমার কাছে থাকা ১টি নোকিয়া মোবাইল সেট, যাহার আনুমানিক মূল্য ৮০০০/-(আট হাজার) টাকা, আমার ১০আনা ওজনের হাতের আংটি যাহার মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা,  আমার কাছ থেকে লওয়া টাকার প্রমাণপত্র ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা মূল্যমানের ষ্ট্যাম্পে লিখিত দলিলাদি এবং পকেটে থাকা নগদ ৪০০০/-(চার হাজার) টাকা ছিনিয়া লইয়াছে৷ এই সময় ১নং স্বাক্ষী আমার স্ত্রীর ডাক চিত্কারে সকল স্বাক্ষীগং অনুনয় বিনয় করিলে বিবাদীগং হুমকি দেয় যে, ১নং স্বাক্ষী আমার স্ত্রী’ েআর আমার সহিত আসিতে দিবে না, তাহারা মত্স্য চাষের জন্য লওয়া টাকা ফেরত দিবে না এবং এই নিয়ে কোনরুপ আইনের আশ্রয় গ্রহণ করিলে আমাকে জীবনের তরে শেষ করিয়া ফেলিবে বলিয়া ওই রাত্রেই আমাকে চলিয়া আসিতে বলে৷ অত:পর প্রাণ রক্ষার তাগিদে আমি ৭ ও ৮ নং স্বাক্ষীর বাড়ীতে আত্মগোপন করিয়া এই নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গi kiYvcbœ nB‡j Dfqcÿ‡K wb‡q Bs- 09/10/2014 ZvwiL ivÎ 7:30 NwUKvi mgq Avgvi ¯¿xi েwপত্রালয়ে সালিশী বৈঠক বসলে বিবাদীগং স্থানীয় সালিশ মানেনা বলিয়া আস্ফালন করিতে থাকে৷ স্থানীয়দেও ও স্বাক্ষীগণের সহযেডাগিতায় কোন রকম প্রাণ নিয়ে বাড়ীতে ফিরিয়া আসিয়াছি৷ বিবাদীগং আমাকে মেরে ফেলার জন্য মোবাইলে বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে৷ বর্তgv‡b weev`xc‡ÿi ûgwKi Kvi‡b Avwg LyeB AvZ¼MÖ¯’ Aবস্থায় দিনাতিপাত করিতেছি৷ স্থানীয় সালিশী মিমাংসা করার মানসে অত্র মামলা করিতে সামান্য বিলম্ব হইল৷

 

          অতএব, হুজুর দয়াপ্রকাশে স্বীয় ক্ষমতাবলে বিবাদীপক্ষকে তলবমতে হুজুরে হাজির করতঃ বিবাদীপক্ষ যাহাতে অন্যায়ভাবে আর কোনরূপ ক্ষতি সাধন করিতে না পারে এবং আমার কাছ থেকে লওয়া মোবাইল ফোন, আংটি, পাওনা টাকা এবং স্ত্রী’ েdেরত পাইতে পারি তত্পক্ষে বিহীত আদেশদানে মর্জnq|ি

 

বিনীত নিবেদক,

তারিখঃ ১১/১০/২০১৪ ইং৷

 

        (মোঃ কলিম উদ্দীন সরদার)

                                                                                                            মোবা: নং- ০১৭২১ ১৯৭২০২