Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

একটি ইউনিয়ন পরিষদে মোট গ্রাম পুলিশ থাকে ১০ জন । এর মধ্যে একজন দফাদার হিদাবে কজ করেন । দফাদার অন্য ৯জন গ্রাম পুলিশদের পরিচালনা করে থাকেন । প্রতি ওয়ার্ড অনুযায়ি গ্রাম পুলিশ ভাগ করা থাকে । যে ওয়ার্ডে একটি গ্রাম পুলিশের দায়িত্ব পড়ে সেই ওয়ার্ডের প্রত্যক গ্রামে বিভিন্ন কাজের সংবাদ প্রদান, নোটিশ জারি, বিভিন্ন অন্যায়ের তদারকি ইত্যাদি কাজ করে থাকেন । তাছাড়া প্রতি সপ্তাহে একদিন থানায় ও একদিন ইউনিয়ন পরিষদে অবশ্যই হাজির হতে হয় ।