যোগাযোগের মাধ্যম:
তালা উপজেলার সঙ্গে মিশে আছে তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ।অর্থাৎ উপজেলার সকল সরকারী অফিস এই ইউনিয়নের পাশাপাশি অবস্থান করছে। এই সকল অফিস গুলোতে পায়ে হেঁটে যাওয়া যায়।
জেলা, উপজেলা ও দেশ/বিদেশ থেকে অত্র ইউনিয়নের সহিত নিম্নোক্তভাবে
যোগাযোগ রক্ষা করা সম্ভব:
সড়কপথ | সড়কপথে বাস, মাইক্রোবাস, জীপ. ইজিবাইক, ভ্যান, রিক্সাসহ বিভিন্ন সড়কযানে জেলা/উপজেলাসহ যেকোন জায়গা থেকে অত্র ইউনিয়নের সহিত যোগাযোগ/যাতায়াত রক্ষা করা সবচেয়ে সহজ উপায়। উল্লেখ্য জেলা শহর থেকে তালা সদর মডেল ইউনিয়নের দুরত্ব ১৬.০০কি: মি: এবং খুলনা বিভাগের দূরত্ব ৪৬.০০ কি:মি:। |
নৌ-পথ | অত্র ইউনিয়নের মধ্য দিয়ে কপোতাক্ষ্ম নদী প্রবাহমান হওয়ায়- লঞ্চ, ট্রলার, নৌকাসহ যে কোন নৌযান যোগে এ ইউনিয়নের সহিত এক সময় যোগাযোগ করা যেত। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের সেই প্রবাহমান কপোতাক্ষ্ম মৃত হওয়ায় সেই সুযোগটি আর নেই। |
পত্র/চিঠি | পত্র/চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই ইউনিয়নের সহিত যোগাযোগ করা সম্ভব। ঠিকানা: ডাকঘর: তালা, উপজেলা: তালা, জেলা: সাতক্ষীরা।পো: কোড: ৯৪২০। |
মোবাইল | মোবাইলফোন এর মাধ্যমে দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে অত্র ইউনিয়নের সহিত সরাসরি যোগাযোগ করা যায়।মোবা: ০১৭২১-১৯৭২০২, ০১৯১৯-১৯৭২০২। |
ই-মেইল | স্কাইপি ও ই-মেইল এর মাধ্যমে দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে অত্র ইউনিয়নের সহিত সরাসরি যোগাযোগ করা যায়।ই-মেইল: uddinkalim550@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস