এক নজরে:
তালা সদর মডেল ইউনিয়নটি সাতক্ষীরা জেলা শহরের পূর্বে অবস্থিত উত্তরে বৃহত্তর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন, দক্ষিণে পাইকগাছা উপজেলা, পূর্বে তালার খলিলনগর ইউনিয়ন এবং পশ্চিমে তেঁতুলিয়া ইউনিয়ন। অত্র ইউনিয়নে মোট গ্রাম : ২১টি, জনসংখ্যা : ৪০,৯৭০ জন, পুরুষ : ২০,৬২৫ জন, নারী: ২০,৩৪৫ জন, হোল্ডিং সংখ্যা- ৮.০৬৭ পরিবার, মোট ভোটার সংখ্যা : ২২,৫৮৪ জন, পুরুষ : ১১,৪৯৮ জন, নারী: ১১০৭৮ জন। মৌজা : ১৬টি, আয়তন = ৬ ,১১৫ একর, সরকারী ৫০ শয্যা হাসপাতাল : ১টি, কমিউনিটি ক্লিনিক : ০৪টি, বে-সরকারি ক্লিনিক : ০২টি, প্যাথলজি সেন্টার : ০২টি, ফুটবল মাঠ : ০৩টি, সরকারী কলেজ :১টি, বে-সরকারি কলেজ : ০২টি, টেকনিক্যাল কলেজ : ০১টি, সরকারি হাইস্কুল : ০২টি, বেসরকারি হাইস্কুল : ০৬টি, জুনিয়র হাইস্কুল : ০২টি, বালিকা বিদ্যালয় : ০২টি, ফাজিল মাদ্রাসা : ০১টি, আলিম মাদ্রাসা : ০১টি, দাখিল মাদ্রাসা : ০২টি, মহিলা মাদ্রাসা : ০১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১০টি, বেসরকারি রেজিঃ বিদ্যালয় : ০৯টি, বেসরকারি নন রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ০১টি, প্রি-ক্যাডেট বিদ্যালয় : ০৪টি, মেধাবী ছাত্র/ছাত্রীদের সম্বর্ধনা প্রদানঃ ৭৫জন, মসজিদ : ৫৪টি, মন্দির : ১৭টি, জগন্নাথ মন্দির ১টি, প্যাগোডা : ০১টি, চার্চ স্কুল : ০২টি, দুগ্ধ উৎপাদন সমিতি : ০১টি, অন্ত্যজ সম্প্রদায় : ১০টি, প্রতিবন্ধী ভাতাঃ ৭৮জন, বয়স্ক ভাতাঃ ৬৪২জন, ভিজিডিঃ ১৯৮জন, বিধবা ভাতাঃ ২২৮জন, অতিদরিদ্র কর্মসূচীর শ্রমিকঃ ১৯০জন, জরুরী বন্যাক্রান্তদের জন্য সহায়তা প্রদান- অক্সফামের সহযোগিতায়, সুশীলনের বাস্তবায়নে ২হাজার ১২৫ পরিবার ও ডব্লিউ এফপি’র সহযোগিতায়, সুশীলনের বাস্তবায়নে ১হাজার ৭শত পরিবার, মুসলিম এইডঃ ১৭৫০পরিবার, উত্তরণঃ ৫শত, ভূমিজ ফাউন্ডেশনঃ ৯শত পরিবার, মানব উন্নয়ন ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে বিবিধ সেবা প্রদান, সাংবাদিক :২০ জন, প্রকৌশলী : ০৪জন, নার্সারি :১০টি, কৃষি খামার : ১২৫টি, এতিমখানা : ০৪টি, কওমীয়া মাদ্রাসা : ০২টি, হাফিজিয়া মাদ্রাসা :০৪টি, ১১০৫ সালের উপ-মহাদেশের একমাত্র ঐতিহাসিক বঙ্গভঙ্গের দরবার স্তম্ভ : ০১টি, খেয়াঘাট :০১টি, ব্রিজ : ০১টি, এনজিও : ১৭টি, মোবাইল টাওয়ার : ০৬টি, ব্যাংক : ০৪টি, দাতব্য চিকিৎসালয় : ০২টি, গ্রোথ সেন্টার : ০১টি, মহিলা কলেজ : ০১টি, নিপট ট্রেনিং সেন্টারঃ ১টি, এনজিও ট্রেনিং সেন্টার ০১টি, হাটঃ ০২টি, কালভার্টঃ ১৭টি, বাজারঃ ০৪টি, ঐতিহাসিক নিদর্শন পুকুরঃ ০১টি, ঐতিহাসিক নিদর্শন মাঠঃ আগোলঝাড়া ঝুড়িঝাড়ার মাঠঃ ০১টি, আওলিয়ার থানঃ ০১টি, ফকিরের থানঃ ০২টি, ২৭ গ্রামের মহাশশ্মানঃ ০১টি, অত্র উপজেলার ০২টি থানার মধ্যে ০১টির অবস্থান তালা সদর ইউনিয়নের ভৌগলিক সীমানায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস