Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তালা ইউনিয়নের ইতিহাস:

তালা ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য:

 

১৯৫২, ১৯৬৯ ও ১৯৭১ সালে যাদের রক্তে রঞ্জিত হয়ে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে পেয়েছিলামসেই  হতে অর্থাৎ১৪৩ পূর্বে ইং-১৮৭০ সালে বৃটিশ উপনিবেশিক শাসনামলে গ্রাম পঞ্চায়েত তথা চৌকিদারী আইন প্রবর্তনের মাধ্যমে স্থানীয় সরকারের সর্বশেষ ধাপ আজকের এই ইউনিয়ন পরিষদের অগ্রযাত্রা সূচিত হয়েছিল।প্রায় দেড় শতাব্দীর পূরাতন ঐতিহ্য ধারণকারী জনগণের অতি নিকটবর্তী এই প্রতিষ্ঠানটি সময়ের ব্যবধানে ও জনগণের কাঙ্খিত চাহিদা এবং উন্নয়ন প্রত্যাশা পূরনে এর চর্চা , গবেষণা ও কর্মকান্ড ক্রমান্বয়ে সম্মূখপানে এগিয়ে চলেছে।সর্বশেষ ২০০৯ সালে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন হিসেবে গন্য হয় এবং প্রণীত আইনের ৬১ ধারা ২০১০ সালে সংশোধিত হয়। ইউপি আইনের ৫টি তফশীল ও ১০৮ টি ধারা সমন্বয়ে বর্তমান ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে। অত্র ৬নং তালা সদর মডেল ইউনিয়ন পরিষদের ইতিহাস ও ঐতিহ্য বহুকাল থেকে সাতক্ষীরা জেলার গুরুত্ববহণ করে আসছে। এই ইউনিয়নে রয়েছে সেই বহু প্রাচীন বঙ্গ-ভঙ্গ রদের ইতিহাস বিজড়িত দরবার স্তম্ভ, যাহা জেলা পরিষদ কর্তৃক নির্মিত মার্কেটের সামনে অবস্থান করছে।রয়েছে একরাত্রিতে গড়ে ওঠা ঝুড়িঝাড়ার মাঠ ও বিশাল দীঘি। কথিত আছে এই  দীঘি খনন করার শেষ মুহুর্তে আযানের ধ্বনি শুনতে পাওয়ায় অলৈকিকভাবে খননকৃত দীঘির মাটি ঝেড়েছিল বলেই এটি এত উচু মাঠ হয়েছিল। যাহা আগোলঝাড়া গ্রামের ঐতিহ্য বহন করছে।এই ইউনিয়নেই বসবাস করতেন বিশিষ্টআধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকির, বিভিষ্ট কামেলে মাশায়েক হযরত মাও: সৈয়দ আ: হান্নান চিশতি, বিশিষ্ট রাজনীতিবীদ সাংবাদিক সৈয়দ ঈসা, বিশিষ্ট শিক্ষাবীদ তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ঈশ্বর যোগেশ চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক, সমাজ সেবক, বজ্র কন্ঠস্বর প্রয়াত আ. কা. ম সিরাজ উদ্দীন। বৈজ্ঞানিক আচার্য প্রফুল্ল চন্দ্র ও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষের তীরবর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদরে ৬নং তালা সদর মডেল ইউনিয়ন পরিষদের অবস্থান। সরকারী- বেসরকারী সকল অফিস আদালত, স্কুল- কলেজ- মাদ্রাসা, থানা, উপজেলা প্রশাসনসহ বাঙ্গালি জাতির স্বাধীকার আন্দোলনের ইতিহাস ধারণকারী উপমহাদেশের একমাত্র দরবার স্তম্ভ এই ইউনিয়নের তালা সদরে অবস্থিত। তথ্য প্রাপ্তি ও সেবা পেতে আগামী ২০২১ সালের এই ইউনিয়ন পরিষদ হবে জনগণের স্বপ্ন পূরনের একমাত্র হাতিয়ার।বি: দ্র: (তথ্য দিয়ে সহযোগিতা করেছেন- সাংবাদিক এস. এম নজরুল ইসলাম , চেয়ারম্যান, ৬নং তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ ও সাংবাদিক আ: আলিম)।